সংবাদ বিজ্ঞপ্তি: রংপুরের কবিদের সংগঠন কতিপয় কবিতা কর্মীর উদ্যোগে মঙ্গলবার স্থানীয় পাবলিক লাইব্রেরী হলে অনুষ্ঠিত হলো জমজমাট শরৎকালীন কবিতা উৎসব। স্বরচিত ছড়া কবিতা পাঠ এবং আবৃত্তিতে ভরপুর ছিলো আয়োজনটি। অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদাৎ এর সভাপতিত্বে আয়োজিত উৎসবে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট কবি ও মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুজ্জামান, কবি ও তিনবাংলা সভাপতি সালেম সুলেরী, কবি এস এম আব্দুর রহিম, তৈয়বুর রহমান বাবু ও জোসেফ আক্তার।
কতিপয় কবিতা কর্মীর আহবায়ক কবি-সাংবাদিক মাহবুবুল ইসলামের সঞ্চালনায় উৎসবে অংশ নেন, নজরুল মৃধা, বাদল রহমান, জাকির আহমদ, লুৎফর রহমান সাজু, দিনাজী সিরাজ , এস এম সাথী বেগম, ড. নাসিমা আক্তার, তৌহিদা খাতুন, হেলেন আরা সিডনি , শাহ আলম , মাসুম মোর্শেদ ,খন্দকার মাহফুজুর রহমান, আয়েশা সিদ্দিকা, মুসাফা আক্তার বানু, মিজান তালুকদার, তাপস মাহমুদ, অহিদুল ইসলাম, মোস্তাফিজ রহমান , এস এম ইতি, ধ্রুবক রাজ, এস এম আরিফুজ্জামান , পূর্ণিমারাজ, নাইমা নিমো,কামরুন নাহার রেনু, সৌরভ আল হাসান , মইনুল ইসলাম , অঙ্কনা, সাইদ খান, হাসনাইন রাব্বি, অরনি কাব্য, আতাউর রহমান তুহিন , এস এম জিন্নাহ চৌধুরী , সুফি জাহিদ হোসেন , বিমলেন্দু রায়, আহসান হাবীব রবু, ইসমাইল মোল্লা, এমাদ উদ্দিন আহমেদ, জরিফা সুলতানা, শ্রাবণ বাঙালি , সেলিনা সাত্তার শেলী ,ও রিজা রহমান প্রমুখ।